প্রথমবারের মতো কোনো বলিউড অভিনেত্রী নিউ ইয়র্ক ফ্যাশন উইকে হাঁটতে যাচ্ছেন। তিনি বলিউডের সবচেয়ে আলোচিত তারকা সানি লিওন। 'জিসম টু' খ্যাত এই তারকা নিজেই টুইটারে এ খবর জানিয়েছেন।
জনপ্রিয় ডিজাইনার অর্চনা কক্করের ওপেনিং শোতেই দেখা যাবে সানিকে। বিষয়টা নিয়ে সানিও বেশি আনন্দিত। সানি টুইটারে লিখেছেন, আমি ভীষণ উত্তেজিত। স্বপ্নটা সত্যি হলো... আমি নিউ ইয়র্ক ফ্যাশন উইকে হাঁটছি অর্চনা কক্করের হয়ে। সূত্র : হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/০৫ সেপ্টেম্বর ২০১৬/ফারজানা