পুনম পাণ্ডে মানেই প্রচারের আলো নিজের দিকে ফিরিয়ে নেয়া। আরও একবার সে কাজটি করলেন ভারতের এ বিতর্কিত মডেল। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য তার স্পেশাল উপহার ‘দ্য উইকএন্ড’। এটি একটি শর্ট অ্যাডাল্ট মুভি, যা শুধু মুক্তি পাবে স্মার্টফোনেই।
আরিয়ান সিংয়ের পরিচালনায় এ ছবি শুধু নাকি স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য। অভিনয়ের পাশাপাশি ছবিটির প্রযোজনাতেও আছেন পুনম। ছবিটিতে পুনমের সঙ্গে অভিনয় করেছেন সুরেশ নাকুম।
নতুন এই ইরোটিক থ্রিলার নিয়ে পুনম বেশ উচ্ছ্বসিত। জানিয়েছেন, শুট করতে গিয়ে এমন সব অভিজ্ঞতা হয়েছে যা নাকি রীতিমতো ভয়ের। যেহেতু সেন্সরের ঝামেলা নেই তাই এ ছবি নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। সূত্র : সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/০৫ সেপ্টেম্বর ২০১৬/ফারজানা