মাত্র ৩২ বছর বয়সে মারা গিয়েছিলেন ব্রুস লি। তার হাতে লেখা কিছু নোট খুঁজে পেয়েছিলেন মেয়ে শ্যানন লি। ‘ওয়ারিয়র’ নামে সেই লেখার উপর ভিত্তি করেই টেলিভিশন সিরিজ তৈরি করবেন শ্যানন।
‘ব্রুস লি এনটারটেনমেন্ট’এর ব্যানারে সিরিজ প্রযোজনার দায়িত্ব নিয়েছেন ব্রুসের কন্যা। জাস্টিন লিন এবং জোনাথন ট্রপার পরিচালনা করবেন। কাস্টিং চুড়ান্ত হয়নি এখনও। সান ফ্রান্সিসকোর চায়নাটাউন, অর্থাৎ ব্রুসের জন্মস্থানেই শ্যুটিং চলবে মূলত। এক তরুণ মার্শাল আর্টিস্টের লড়াইয়ের গল্প নিয়েই ‘ওয়ারিয়র’। এর আগেও ব্রুসের লেখা ‘দ্য সাইলেন্ট ফ্ল্যুট’ অবলম্বনে ‘সার্কল অফ আয়রন’ তৈরি করেছিলেন পরিচালক রিচার্ড মুর। সেটা ব্রুসের মৃত্যুর পাঁচ বছর পর।
বিডি-প্রতিদিন/এস আহমেদ