পর্দায় তিনি এখন আর বিশেষ দেখা দেন না। কিন্তু তাকে নিয়ে কৌতূহলের মাত্রা এতটুকু কমেনি! তার সঙ্গে অমিতাভ বচ্চনের রোম্যান্স, একাধিক বিয়ে, যৌনতা নিয়ে সরব হওয়া— তৈরি করেছে এক রহস্য-বলয়। ভানুরেখা গণেশন থেকে রেখা হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রাপথের অজানা কাহিনিই উস্কে দিয়েছে কৌতূহল।
তার পর্দাঢাকা ব্যক্তিগত পরিসর নিয়ে তৈরি হয়েছে গল্প, গুজব। তবে লাগামহীন সে সব জল্পনায় এ বার ইতি পড়তে চলেছে। সম্প্রতি একটি অ্যানড্রয়েড বুক অ্যাপে প্রকাশিত হয়েছে রেখার জীবনী— ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’। এটি লিখেছেন ইয়াসের উসমান।
লেখকের দাবি, এই প্রথম রেখার ব্যক্তিগত জীবনের খুঁটিনাটির খবর পাবেন পাঠক। যৌনতা থেকে আত্মহত্যা, রোম্যান্স থেকে বিয়ে— বইয়ে উঠে এসেছে সব কথাই। রয়েছে নানা চমকপ্রদ দাবি-ও। যেমন, ১৫ বছর বয়সে রেখার প্রথম চুম্বনের কথা। ১৯৬৯ সালে ‘আনজানা সফর’-এর শ্যুটিংয়ে রেখার আপত্তি সত্ত্বেও তাকে নাকি পাঁচ মিনিট ধরে চুমু খেয়েছিলেন সহ-অভিনেতা বিশ্বজিৎ। ছবিতে যে এ রকম একটা দৃশ্য আছে, তা-ও জানতেন না তিনি। সিলসিলার মুক্তির পর তার সঙ্গে অমিতাভকে কাজ করতে নিষেধ করেন জয়া বচ্চন— এ কথাও আছে বইটিতে।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/৭ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১১