রূপালি পর্দায় ঐশ্বরিয়া রাইয়ের অভিনয় দেখে আট থেকে আশি অনেকেই প্রেমে পড়েছেন। কিন্তু এবার সাবেক বিশ্ব সুন্দরীর প্রেমে পড়লেন তার স্বামী অভিষেকের ঘনিষ্ঠ বন্ধু! তিনি অন্য কেউ না, অভিষেক বচ্চনের কাছের বন্ধু বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।
'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির ট্রেলারটি দেখার পরে নিজেকে আটকে রাখতে না পারেননি প্রীতি। এরপর টুইট করে পাঞ্চাব কিং ইলেভেন এর মালিক জানান, "আমি অ্যায় দিল হ্যায় মুশকিল এর ট্রেলারটি দেখছি। ট্রেলারে ঐশ্বরিয়াকে দেখে আমি তার প্রেমে পড়ে গেছি।"
এতে অবশ্য অবাক হওয়ার কিছু নেই। নিতান্তই বন্ধুত্বের জায়গা থেকেই প্রীতি এই মন্তব্য করেছেন বলে শোনা যাচ্ছে। দীপাবলির সময়ে 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটি মুক্তি পাবে। এই ছবিটিতে ঐশ্বরিয়া ছাড়াও অভিনয় করেছেন রণবীর কাপুর, ফওয়াদ খান এবং অনুশকা শর্মা।
বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব