ফ্রান্সের প্যারিসের লা ব্রাডি থিয়েটারে বেশ ঘটা করে বুধবার বাংলাদেশের 'অজ্ঞাতনামার' ছবিটির প্রিমিয়ার হয়েছে। তৌকীর আহমেদ পরিচালিত এ ছবিটি দেখতে জড়ো হন প্যারিসপ্রবাসী বাংলাদেশিরা। প্রিমিয়ার শেষে উপস্থিত সবাই ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন।
এদিকে ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে যাচ্ছে ‘অজ্ঞাতনামা’। এটি অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। ওয়াশিংটনে সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালেও (১৪ থেকে ২৩ অক্টোবর) অংশ নেবে ছবিটি। তার আগে ইতালির ট্রেন্টোতে রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে (৭ থেকে ১৭ অক্টোবর) যাবে এটি।
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড প্রযোজিত ‘অজ্ঞাতনামা’ ছবিটি গত ১৯ আগস্ট মুক্তি পায়। এর ইংরেজি নাম ‘দ্য আননেমড’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ শরীফ খান, শাহেদ আলী সুজন, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, নাজমুল হুদা বাচ্চু, শিশুশিল্পী আপন, সায়েম প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।
গত মে মাসে অনুষ্ঠিত ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে অংশ নেয় ‘অজ্ঞাতনামা’। এ ছাড়া ইতালির রোমে অনুষ্ঠিত গাল্ফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটি অর্জন করেছে জুরি মেনশন অ্যাওয়ার্ড। সম্প্রতি ‘অজ্ঞাতনামা’ ছবিটি কসোভোর ‘দ্য গডেস অন দ্য থ্রোন’ শীর্ষক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পায়।
বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা