বলিউডে নারী-পুরুষের পারিশ্রমিকের বৈষম্য নিয়ে বেশ সরব বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্তু সম্প্রতি দেয়া সাক্ষাতকারে চমকে যাওয়ার মতো তথ্য দিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। 'পিকু' ছবির জন্য তার চেয়েও নাকি বেশি পারিশ্রমিক পেয়েছিলেন দীপিকা। ২০১৫ সালে মুক্তি পাওয়া 'পিকু' ছবিতে অমিতাভের মেয়ের ভূমিকায় অভিনয় করেন তিনি।
সুজিত সরকারের 'পিকু' ছবিটি ব্যবসায়িকভাবে বেশ সফলতা পায়। অমিতাভ-দীপিকা দুজনেই ছবিটির জন্য অনেকগুলো পুরস্কার বাগিয়েছিলেন সে বছর। অমিতাভ জানান, দীপিকার পারিশ্রমিক পাওয়ার দুটো বিষয় প্রমাণ করে। এক, ছবিটিতে আমার চেয়ে ওর চরিত্রটির বেশি গুরুত্ব ছিল। আরেকটি হলো, আমার ছবির সংখ্যা। অনেক বেশি ছবিতে কাজ করার কারণেই হয়তো আমার পারিশ্রমিক কমে গেছে।
এ বছর ফোর্বস প্রকাশিত জরিপে বিশ্বের সেরা দশ ধনী অভিনেত্রীর তালিকায় ছিলেন দীপিকা। 'ওম শান্তি ওম' দিয়ে ২০০৭ সালে বলিউডে অভিষেক হয় তার। কিন্তু এ অল্প কয়েক বছরেই বলিউডে সেরার জায়গা দখল করেছেন। পাড়ি জমিয়েছেন হলিউডেও।
সূত্র : ইন্ডিয়া টুডে
বিডি-প্রতিদিন/০৮ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা