যদিও গত দু'বছর ক্যাটরিনা কাইফের ফ্লিম তেমন ব্যাবসা সফল হয়নি। এ নিয়ে তার তেমন মাথা ব্যাথা নেই। তিনি বলেছেন, গত দু'বছর তার নিজের জীবনে সত্যিই কঠিন ছিল ব্যক্তিগত কারণেই, কোন পেশাগত কারণ এর জন্য দায়ি নয়।
ক্যাটরিনার সাথে দীর্ঘ সময়ের সম্পর্ক ছিল অভিনেতা রনবীর কাপুরের সাথে। কিন্তু শেষ পর্ষন্ত তা আর টিকেনি। ক্যাটরিনা মনে করেন, তার ৩৩ বছরের দীর্ঘ জীবনে কিছু খারাপ সময় থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তিনি বলেন, আমার জন্য গত দু'বছর যে কঠিন সময়টা ছিল এর জন্য আমার অভিনীত ফ্লিম কোন কারণ নয়। এটা ছিল আমার অন্যান্য সমস্যার জন্যই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/এ মজুমদার