ফাঁস হল বলিউড সুপারস্টার আমির খানের 'সিক্রেট সুপারস্টার' ছবির লুক। হ্যাঁ, ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে কোনরূপে দর্শক তাকে দেখবে তারই ইঙ্গিত মিলল ফাঁস হওয়া ছবিতে৷
বরাবরই ছবিতে নিজের লুক নিয়ে পরীক্ষা করতে ভালবাসেন আমির৷ ‘থ্রি-ইডিয়টস’ ছবির কলেজ ছাত্র থেকে ‘পিকে’ ছবির ভিনগ্রহের বাসিন্দা-নানা লুকে রূপোলি পর্দায় হাজির হওয়া যেন তার নিজস্ব ট্রেন্ড। চরিত্রের প্রয়োজনে সব নায়কই লুক বদলান, কিন্তু ব্যতিক্রম মিঃ পারফেকশনিস্ট৷ রীতিমতো পরীক্ষার পর্যায়ে তিনি এই কাজ করে থাকেন৷ নিজেকে সবসময়ই লুকে আলাদা করে থাকেন তিনি৷
তাই ‘দঙ্গল’ ছবিতে যখন তাকে দেখা যাবে এক কুস্তিগিরের ভূমিকায়, তারপরই এ ছবিতে তিনি এক সঙ্গীত পরিচালক৷ যিনি এক আপকামিং সিঙ্গারকে স্টারডমের দোরগোড়ায় পৌঁছে দেবেন৷ আর এ ছবিতেও জারি তার পরীক্ষা৷ আর তাই বেশ ‘হটকে’ লুকেই দেখা গেল তাকে৷ কিন্তু কেন এরকম লুকে সাজানো হয়েছে আমিরকে তা অবশ্য এখনও পরিষ্কার নয়৷ তবে তার চরিত্রটি যে কেমন হতে চলেছে, তার একটা ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছে তার এই লুক থেকেই৷
বিডি প্রতিদিন/ ১০ সেপ্টেম্বর ২০১৬/ সালাহ উদ্দীন