এ বছর শাহরুখ খানের ছেলে আরিয়ানের বলিউডে অভিষেক নিয়ে মেতে আছে ভারতীয় গণমাধ্যমগুলো। এমনও গুঞ্জন ওঠেছে, আরিয়ান খানকে সিনেমায় যদি কেউ আনেন তিনি পরিচালক করণ জোহর। আরিয়ানের ব্যাপারে করণও এবার স্পষ্ট জানিয়েছেন, আরিয়ানের ওপর অভিনেতা হওয়ার কোনো জোর নেই। তবে অভিনয়ে এলে প্রথম তার ছবিতেই আরিয়ানকে অভিনয় করতে হবে।
ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে করন আরো বলেন, আর চার বছর বাকি আরিয়ানের পড়া শেষ হতে। এর পর আরিয়ান যদি অভিনয়ে আসতে চায় তাহলে আমার হাত ধরেই বলিউডে পা রাখবে। কারণ আমি আরিয়ানকে বড্ড ভালোবাসি। আর শাহরুখ আমার প্রিয় বন্ধু।
বলিউডে নতুন নায়ক-নায়িকাদের অভিষেকের ব্যাপারে করণ জোহর সব সময়ই এগিয়ে। গোটা বলিউড এ ব্যাপারে করণ জোহরকে বলে থাকেন গড। কারণ, করন যাকে যাকে বলিউডে এনেছেন, তারাই পরে হয়েছেন স্টার। এ তালিকায় আছেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। করণের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরেই এ তিন তারকা আসেন লাইমলাইটে। এখন তাদের প্রশংসায় পঞ্চমুখ গোটা বলিউড। সূত্র : কোলকাতা নিউজ ২৪
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা