প্রেমের ছবিতে অভিনয় করতে নাকি স্বচ্ছন্দ নন সিদ্ধার্থ মালহোত্রা! সিদ্ধার্থ বলিউডে ‘লাভার বয়’ হিসেবেই পা রেখেছিলেন। আর এখনও পর্যন্ত যা ছবি করেছেন তার মধ্যে বেশ কয়েকটা প্রেমের গল্প। গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘বার বার দেখো’। সেটাও রোমান্টিক জঁরেরই ছবি। আর সেই সিদ্ধার্থই কিনা এখন বলছেন, প্রেমের ছবি তার পছন্দের নয়।
সিদ্ধার্থ বলেছেন, ‘‘প্রেমের ছবিতে কাজ করতে ঠিক স্বচ্ছন্দ নই আমি। একটা অ্যাকশন-ছবিতেও কাজ করেছি। কিন্তু এখনও আমার পছন্দের বিষয়টা খুঁজে পাচ্ছি না। ছবির গল্পটাই আমার কাছে প্রধান। এখন যদি সম্পূর্ণ অন্য ধরনের কোন গল্প পাই, সবচেয়ে খুশি হব।’’
বিডি-প্রতিদিন/১১ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব