তামান্না ভাটিয়া ‘ডেভিল’ ছবিতে সাজলেন ভূত। কিন্তু তাকে দেখে ভয়ের চেয়ে হাসিই পাবে বেশি।
‘ডেভিল’ ছবির ট্রেইলার দেখলেই বোঝা যাবে, যে এটি একটি বিনোদনে ভরপুর ছবি। ছবিটিতে অভিনয় করেছেন তামান্না ভাটিয়া, প্রভুদেবা, সোনু সুদ এবং এক বিশেষ ভুমিকায় রয়েছেন এমি জ্যাকসন। এটি একটি কমেডি-হরর ছবি, যেখানে তামান্না দ্বৈত চরিত্রে অভিনয় করছেন।
ছবির ফার্স্ট লুক বা ট্রেইলার দেখে আপনার যতটা না ভয় লাগবে, তার থেকেও বেশি হাসি পাবে। ছবিতে ভয়ের দৃশ্যগুলি রয়েছে একেবারেই হাসির মোড়কে। প্রভুদেবার ড্যান্স মুভমেন্ট ছাড়াও এই ছবির অন্যতম আকর্ষণ, সোনু সুদ-এর অ্যাবস, এবং তামান্না ভাটিয়ার অভিনয়। এক পলকে তিনি একজন সাধারণ ট্র্যাডিশনাল গৃহবধূ তার পর মুহূর্তেই তিনি আবার এক স্টাইলিশ অভিনেত্রী। এমন এক বিপরীত চরিত্রে তাঁকে দেখতে লাগছে বেশ অন্যরকম। ছবিতে তাঁকে কিছু ভৌতিক পরিবেশে দেখা যাবে, কিন্তু তা যতটা না ভয়ের তার থেকে বেশি হাস্যকর। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ সামঞ্জস্যপূর্ণ।
ছবিটি রিলিজ হবে তিনটি ভাষায়— হিন্দি, তামিল এবং তেলেগু। ইতিমধ্যে, তামিল ট্রেইলারটি রিলিজ করেছে। সেই সঙ্গে রিলিজ করেছে ‘তুতক তুতক তুতিয়া’ও। ছবিটি দর্শকরা কতখানি গ্রহণ করবেন, সেটা বোঝা যাবে রিলিজের পরে।
বিডি-প্রতিদিন/তাফসীর