জন্মের এক মাসও হয়নি, শহীদের মেয়ে এবার ইনস্টাগ্রামে!
চলতি বছরের ২৮ আগস্ট জন্ম হয় শহীদ কাপুরের মেয়ে মিশার। এরইমধ্যে সামাজিক যোগাযোগের সাইট ইনস্টাগ্রামে নিজের উপস্থিতি জানান দিয়েছে সে। তার নামে খোলা হয়েছে অ্যাকাউন্ট। ধারনা করা হচ্ছে, শহীদ-মিরা দম্পতির এক ভক্ত এমন কাণ্ড ঘটিয়েছেন।
মিশা কাপুর নামের ওই অ্যাকাউন্টে লেখা হয়েছে, এই পেজটি শহীদের ছোট্ট পরী মিশা কাপুরকে উৎসর্গ করা হলো। তাকে আশীর্বাদ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা।
অ্যাকাউন্টে শহীদ-মিরার বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। এখনো মেয়ের ছবি গণমাধ্যমে আসতে দেননি শহীদ। তাই আপাতত নকল ছবি ব্যবহার করা হয়েছে প্রোফাইলে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/২৩ সেপ্টেম্বর, ২০১৬/ফারজানা