ইকুয়েডরে অনুষ্ঠিত মিস ইউনাইটেড কনটিনেন্টস ২০১৬ সৌন্দর্য প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের লোপামুদ্রা রাউত।
রবিবার ইকুয়েডরে অনুষ্ঠিত সম্মিলিত মহাদেশীয় সৌন্দর্য প্রতিযোগিতায় তৃতীয় স্থান দখল করেন ভারতীয় এই সুন্দরী।
আমেরিকা, এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মোট ৩২ জন সুন্দরী এ প্রতিযোগিতায় অংশ নেন। সেরা সুন্দরীর শিরোপা জিতেছেন ফিলিপিনসের জেসলিন স্যান্টোস।
প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করার পাশাপাশি, শ্রেষ্ঠ জাতীয় পোশাক বিভাগে প্রথম হয়েছেন লোপামুদ্রা। তাঁর অসামান্য সুন্দর পৌশাকটি তৈরি করেছেন ডিজাইনার মেলভিন নরোনহা।
মিস ইউনাইটেড কনটিনেন্টস ২০১৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান জেতার পর নিজের অনুভীতি জানিয়েছেন লোপামুদ্রা। তিনি জানান, 'এই দীর্ঘ পরিবার, বন্ধু এবং ভক্তদের অকুণ্ঠ সমর্থনের জন্য আমি আনন্দিত।'
সূত্র : এই সময়
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৬/এনায়েত করিম