জনপ্রিয় ভারতীয় ধারাবাহিক ‘ইয়ে রিশতা কেয়া ক্যাহলাতা হ্যায়’ আকসারা-নৈতিকের গল্প নিয়ে শুরু হয়। তবে এখন এটি পরবর্তী প্রজন্মের প্রেমকাহিনীর দিকেই মনোনিবেশ করছে। আর এ বিষয়টিই মেনে নিতে পারছেন 'আকসারা' চরিত্রে রূপদানকারী হিনা খান। গুঞ্জন উঠেছে, তিনি নাকি সিরিয়ালটি ছেড়ে দেয়ার কথা ভাবছেন এখন।
হিনা চাইছেন, ধারাবাহিকের গল্পটা এমনভাবে এগোবে যাতে তাকেই বেশি গুরুত্ব দেয়া হয়। তবে চ্যানেল কর্তৃপক্ষ সে বিষয়ে আপত্তি তুলেছে। এদিকে হিনাও নিজের অবস্থানে অনড়। শোনা গেছে, তিনি নাকি আলটিমেটাম দিয়েছেন যে তার দাবি পূরণ করা না হলে ২ অক্টোবরের পর থেকে আর শ্যুটিং করবেন না।
চ্যানেল এবং প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা এই ব্যাপারে হিনার সঙ্গে বসেছেন। শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে জানা গেছে, ধারাবাহিকের গল্প আবার ‘আকসারা’-কেন্দ্রিক না হলে হিনা নাকি নিজের সিদ্ধান্তেই অটল থাকবেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার