এক সময় ছিলেন প্রথম সারির গ্ল্যামার্স ডিভা, পরে হয়ে গেছেন মাদার! পরে হুট করেই বেছে নিলেন সন্ন্যাসিনীর পথ। যার কথা বলছিলাম তিনি হলেন সোফিয়া হায়াত। মডেলিংয়ের গ্ল্যামারাস দুনিয়া ছেড়ে শান্তির খোঁজে তিনি এই পথ বেছে নিয়েছেন।
ব্যাপারটা এখানেই শেষ হয়ে যেতে পারত কিন্তু সেটা হয়নি। বোধহয় চমকের আরও কিছু বাকি ছিল। বেশ কয়েক দিন আগে ইনস্টাগ্রামে সোফিয়া হায়াত একটি ভিডিও পোস্ট করে্ন। ভিডিওটি পোস্টের পর সাথে সাথে সেটি ভাইরাল হয়ে যায়। শুধু তাই নয় ভিডিওটি সবাইকে অবাক করে দেয় সকলকেই। ভিডিওটিতে সোফিয়া সম্পূর্ণ বোল্ড রূপে হাজির হন। মাদার হওয়ার পরও সোফিয়ার বোল্ড রূপ দেখে রীতিমতো চমকে গিয়েছে পুরো বলিউড পাড়া। তার পর থেকে একের পর এক বিভিন্ন পোজের ছবি শেয়ার করছেন তিনি। অনেকেরই প্রশ্ন, আদৌ কি সন্ন্যাস নিয়েছেন সোফিয়া? সন্ন্যাস নিলে কি এই ধরনের আচরণ করা সম্ভব?
এমনই এক প্রশ্নের জবাবে সোফিয়া সাফ জানিয়ে দিয়েছেন, ‘‘অনেকেই আমার ছবি দেখে বলছে স্কিন শো। মনে রাখবেন, বাবা রামদেবের থেকে এখনও অনেক বেশি পরিমাণে জামা-কাপড় পরি আমি। যারা সমালোচনা করছেন তাদের পরিষ্কার মন নিয়ে যে কোনও ছবি দেখা উচিত।’’
সোফিয়া হায়াত আরও বলেন, ‘‘আমাদের নিজেদের সমস্ত কিছুকে জাগতিক বিষয়ের ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। এখনও সমাজে মেয়েদের অপবিত্র বলে ধরা হয় যখন একটি মেয়ের মেনস্ট্রুরেশন সময় চলে । সে সব নিয়ে কি আমরা নিজেদেরকে প্রশ্ন করেছি কি? আসলে এ সব কিছু নেগেটিভ পুরুষদের ভাবনা বলেই আমার মনে হয়।’’
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর,২০১৬/তাফসীর