ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ফারুক খান বলেছেন, দর্শকদের মনোজগতে প্রবেশ করতে হবে। তারা কী চায় বুঝতে হবে। গল্প সংকট, শিল্প সংকট বলে পৃথিবীতে কিছু নেই।
শনিবার সকালে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের কনফারেন্স হলে আয়োজিত 'চলচ্চিত্র কোথায় দাঁড়িয়ে' শিরোনামের শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ফারুক খান আরও বলেন, ভারত, জাপানের ছবি সারা পৃথিবীতে চলছে। আমাদেরটা চলছে না কেন, আমরা পারি না কেন? সমস্যা খুঁজে সেটার সমাধান করতে হবে।
সামিয়া রহমানের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন নির্মাতা আমজাদ হোসেন, পরিচালক সমিতির সভাপতি বদিউল আলম খোকন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়ক ওমর সানি, 'আয়নাবাজি' খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, নির্মাতা কাজী হায়াৎ, ছটকু আহমেদসহ অনেকে।
বিডি প্রতিদিন/২৮ জানুয়ারি, ২০১৭/ফারজানা