বলিউডে যথাযথভাবে প্রবেশ করার আগেই বলিউড তারকাদের সন্তানদের খবরের শিরোনামে থাকাটা যেন তাদের অভ্যাস হয়ে গেছে। শাহরুখ পুত্র আরিয়ান খান এবং সাইফ আলি কন্যা সারা খানের পর এবার শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর শিরোনামে চলে এলেন।
সম্প্রতি জাহ্নবীকে দেখা গিয়েছে এক পুরুষ বন্ধুর সঙ্গে। জাহ্নবীর সেই পুরুষ বন্ধুই তার সঙ্গে তোলা ছবি ইন্সটাগ্রামে আপলোড করেছেন। সেই ছবিতে দু’জনকে বেশ ঘনিষ্ঠভাবে দেখা যাচ্ছে। আর এরপর থেকেই বলিউড পাড়ায় এই দু’জনকে নিয়ে গসিপ শুরু হয়ে গিয়েছে। আর এই নিয়ে চর্চা আরও বেশি হচ্ছে কারণ তার এই পুরুষ বন্ধুকে এরও আগে দেখা গিয়েছিল বলিউডের আরও এক তারকার কন্যার সঙ্গে। তিনি হলেন সাইফ আলি খানের মেয়ে সারা খান।
জাহ্নবীর এই পুরুষ বন্ধুটির নাম হল ওরহান আওত্রামানি। ওরহান পেশায় একজন মডেল। এই মডেলের ইন্সটাগ্রামে নজর রাখলেই বোঝা যাবে যে, নারী মহলে ওরহানের ভালোই খ্যাতি আছে। আর সেই নারীদের মধ্যে রয়েছেন বলিউডের স্টার কিডসরাও।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ আব্দুল্লাহ সিফাত-১৯