ভারতের রাজস্থানে ‘পদ্মাবতী’ ছবির পরিচালক সঞ্জয় লীলা বানশালীর ওপর হামলার পর এবার নতুন হুমকির মুখে পদ্মাবতী। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে- এই অভিযোগ তুলে হিন্দু সেনা’র পক্ষ থেকে সঞ্জয় লীলা বানশালী সহ গোটা বলিউডকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
সোমবার হিন্দু সেনার এক সদস্য জানিয়েছেন ‘পদ্মাবতীর শ্যুটিং যদি মুম্বাইতে গিয়েও করা হয়, তাহলে সেখানে গিয়েও বিক্ষোভ দেখানো হবে। শ্যুটিং’এর সেট ভেঙে ফেলা হবে। আর এই ঘটনায় বলিউড যদি সঞ্জয়লীলা বানশালীর পাশে গিয়ে দাঁড়ায়, তবে তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না। এটা (ভারত) একটা হিন্দু রাষ্ট্র এবং তাই হিন্দুদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে কোন ভাবে নষ্ট হতে দেওয়া যাবে না।
অন্যদিকে হুমকি দেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর পক্ষ থেকেও। এই ছবিতে চিতোরের রানী পদ্মাবতীকে অসম্মান করা হচ্ছে। এর ফল ভাল হবে না। কার্যত এভাবেই বানশালীকে হুমকি দিয়েছে এই সংগঠনটি। এদিনই ভিএইচপি ও তার নারী সংগঠনের তরফে একটি যৌথ বিবৃতি দিয়ে জানানো হয় রাজপুতের যে ইতিহাস ও ঐতিহ্য রয়েছে তার গায়ে কোনরকম অসম্মান বরদাস্ত করা হবে না। সব মিলিয়ে নতুন এই ছবি তৈরি নিয়ে ঘোর সঙ্কটে বনশালী।
উল্লেখ্য এর আগে গত ২৭ জানুয়ারী রাজস্থানের জয়পুরে পদ্মাবতীর শ্যুটিং চলাকালীন সেটের মধ্যে ঢুকে পড়ে রাজপুত কার্নি সেনা নামে একটি সংগঠন। ইতিহাসকে বিকৃত করে পদ্মাবতীর গল্প তৈরি করার অভিযোগ ভাঙচুর চালানো হয় পদ্মাবতীর সেটে। পাশপাশি সঞ্জয় লীলা বানশালীকে থাপ্পড়ও মারা হয় বলে অভিযোগ।
বিডি-প্রতিদিন/ ৩০ জানুয়ারি, ২০১৬/ সালাহ উদ্দীন