ছবির জগতে এখনো পা রাখেনি শাহরুখ পুত্র আব্রাম। তবে তার ফ্যানের সংখ্যা সুপারস্টার বাবাকেও মাঝে-মধ্যে অবাক করে দেয়। তাকে এক ঝলক দেখার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করে তার অনুগামীরা। জন্মের পর থেকেই কোনো না কোনো কারণে খবরের শিরোনামে থাকে সে। এবার বাবার সঙ্গে এক সাক্ষাৎকারের অনুষ্ঠানে যোগ দিল ছোট্ট আব্রাম।
সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লাইভ সাক্ষাৎকার দিচ্ছিলেন কিং খান। ক্যামেরা থেকে খানিক দূরে দাঁড়িয়ে বাবার কথা শুনছিল আব্রাম। কিন্তু বেশিক্ষণ বাবার থেকে আর দূরে থাকতে পারল না সে। না, একঘেমেয়ির কারণে নয়। জুনিয়র খানের বুড়ো আঙুলে নাকি খুব ব্যথা করছিল। তাই ছুটে গিয়ে বাবাকে ব্যথার জায়গাটা দেখিয়ে দেয় সে। বাবাও ম্যাজিক করে এক মুহূর্তে ছেলের ব্যথা উধাও করে দেন।
আব্রামকে কাছে পাওয়ার এমন সুযোগ কি আর সঞ্চালক হাতছাড়া করতে চান? ‘রইস’, ‘কাবিল’-এর সাফল্যের মাঝেও যার টিআরপি আকাশছোঁয়া, তার মুখ থেকে দু’একটা কথা না শুনলে হয়? তাই তারও সাক্ষাৎকার নেয়া হল। আব্রামের উপস্থিতিই লাইভ অনুষ্ঠানকে আরও জমজমাট করে তুলল।
সাড়ে তিন বছরের আব্রাম যে বাবার বাধ্য ছেলে, ভিডিও দেখলেই তা বুঝতে পারবেন আপনিও। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। জুনিয়র খানের প্রথম সাক্ষাৎকার দেখতে এখানে ক্লিক করুন-
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি ২০১৭/হিমেল