টিভি সিরিয়াল ‘ফউজি’র মধ্য দিয়ে ১৯৮৮ সালে ছোট পর্দায় অভিষেক হয় বলিউড সুপারস্টার শাহরুখ খানের। পরে ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে বলিউডে পা রখেন তিনি। সে থেকে শুরু, চলছে এখনও। ২৫ বছরের ক্যারিয়ারে এই বলিউড বাদশা ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য ছবি।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ছবির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শাহরুখ খান। সে সময় দীর্ঘ এই অভিনয় ক্যারিয়ারের নিরাপত্তাহীনতা নিয়ে এক প্রশ্নের উত্তরে ‘দিলওয়ালে’খ্যাত বলিউড কিং জানান, ‘আমি কখনোই নিরাপত্তাহীনতায় ভুগিনি। ব্যক্তিগতভাবে এবং অভিনয় শিল্পী হিসেবে অনেক দিন ধরেই এ ব্যবসার সঙ্গে যুক্ত। আমি মনে করি, অভিনয়শিল্পীরা পানির মতো, তারা তাদের অবস্থান ঠিকই খুঁজে নেবে। গত ২৫ বছর একটি ছবি ছাড়া আমি সকল ছবি দর্শকদের আনন্দ দেওয়ার জন্য তৈরি করেছি। সর্বশেষ কথা হলো, যদি দর্শক ছবি পছন্দ না করে, সেই ছবি করার কোনো মানে নেই।’
তিনি আরও বলেন, ‘আমার প্রধান লক্ষ্য, আপনি যখন প্রেক্ষাগৃহে আড়াই ঘণ্টা থাকবেন তখন আপনার মনের অবস্থা পরিবর্তন করা। যখন আপনি প্রেক্ষাগৃহ থেকে বের হবেন তখন বলবেন- গত দুই ঘণ্টা এটা আমাকে মগ্ন রেখেছে। সেটা সুখ, দুঃখ অথবা তীব্র চিন্তায় হোক না কেন। এর বাইরে আমার আর কোনো নিরাপত্তাহীনতা নেই। আমার নিরাপত্তাহীনতায় ভোগার কোনো কারণ নেই। একটি ছবি হয়তো খারাপ করে কিন্তু অনেক ছবিই রয়েছে যেগুলো ভালো ব্যবসা করে। হ্যাঁ, আপনি যখন লক্ষ্য করবেন, ভাসা ভাসা কিছু কথা আপনার কানে আসবে। কিন্তু আমার ক্যারিয়ার শেষ এ কথা আমি গত ২২ বছর ধরে শুনে আসছি। সবাই এটি বলে কিন্তু তারা জানে না এক অভিনেতা বা অভিনেত্রীর উদ্দেশ্য থাকে দর্শককে বিনোদন দেওয়া। আমার ছবি মুক্তি পেলেই আমি খুশি। যদি তারা পছন্দ করে তাহলে সেটি ভালো ব্যবসা করে। আর যদি পছন্দ না করে তাহলে আমি ভেবে নিই, আমাকে দেওয়া আপনার আড়াই ঘণ্টা সময়ে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছি।’