শ্রদ্ধা কাপুরকে নিয়ে নাকি তার দুই প্রেমিকের মধ্যে ঝগড়া চলছে। আর সেই দুই প্রেমিক হলেন ফারহান আখতার ও আদিত্য রয় কাপুর। 'আশিকী টু' থেকে আদিত্যর সঙ্গে ভাব শ্রদ্ধার। অভিষেক ছবির সেট থেকেই তারা চুটিয়ে প্রেম করেছেন এমন খবরও শোনা যায়।
অন্যদিকে গত বছর 'রক অন টু' করেন ফারহান-শ্রদ্ধা। শ্যুটিং সেট থেকেই উঠে তাদের প্রেমের গুঞ্জন। এরপর ফারহানের ফ্ল্যাট থেকে মেয়ে শ্রদ্ধাকে নিয়ে বের হতে দেখা গেছে শক্তি কাপুরকে। শ্রদ্ধা নাকি পরিবারের বিরুদ্ধে গিয়ে ফারহানের সঙ্গে লিভ ইন করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন।
সম্প্রতি মহেশ ভাটের প্রযোজনা সংস্থা বিশেষ ফিল্মস এর ৩০তম বার্ষিকীর পার্টিতে সাবেক প্রেমিক আদিত্যকে একটু বেশিই পাত্তা দিচ্ছিলেন শ্রদ্ধা। ব্যাপারটা একদম মানতে পারেননি ফারহান। শ্রদ্ধার সঙ্গে তিনিও পার্টিতে গিয়েছিলেন। ফারহান-আদিত্যর কথা কাটাকাটি হাতাহাতিতে শেষ হয়। অনেক কষ্টে বিষয়টি সামাল দিয়েছেন শ্রদ্ধা। ফারহানের বাসায় গিয়ে তাকে বুঝিয়েছেন।
তবে রবিবার ফেসবুকে এসবকে গুঞ্জব বলে দাবি করেছেন ফারহান। আদিত্য রয় কাপুরের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ফারহান। ফেসবুকে ফারহান লিখেছেন, যারা এসব বলে তাদের জন্য। গুঞ্জন ছড়ানো মানুষদের আত্মা শান্তিতে থাকুক। গতরাতে খুব মজা করেছি।
বিডি প্রতিদিন/৯ এপ্রিল, ২০১৭/ফারজানা