বলিউডের তারকা অভিনেতা অর্জুন রামপালের বিরুদ্ধে দিল্লী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। এ অভিনেতার বিরুদ্ধে ওই ব্যক্তিকে মারধরের অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীর নাম সুবিত, তিনি উত্তর পশ্চিম দিল্লির শালিমার বাগ এলাকার বাসিন্দা। তবে এখনো পর্যন্ত অর্জুনের বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদ রিপোর্ট (এফআইঅার) দাখিল হয়নি।
জানা গেছে, রবিবার ভোর রাতে ভারতের দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে ছবি তোলাকে কেন্দ্র করে সুবিতের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এমনকি সুবিতে ক্যামেরা কেড়ে নিয়ে তা দিয়ে সুবিতের মাথায় আঘাত করেন অর্জুন।
অভিযোগকারী সুবিত বলেন, ‘আমি বুঝতে পারলাম না অর্জুন রামপাল কেন এমন করলেন। আমি শুধু তাঁর একটি ছবি তুলতে চেয়েছিলাম। সে সময় তিনি আমার হাত থেকে ক্যামেরাটি কেড়ে নিয়ে আমার মুখের ওপর ছুড়ে মারেন।’ এই ঘটনায় শোভিতের মাথা ফেটে যায়। সকাল হতেই তিনি পুলিশের কাছে গিয়ে অর্জুনের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু তাঁর অভিযোগ, পুলিশের তাঁকে এই বিষয়ে যতটুকু সহযোগিতা করার কথা ছিল তা করেনি।
উল্লেখ্য, অর্জুন রামপালকে সর্বশেষ দেখা গেছে সুজয় ঘোষের ছবি ‘কাহানি ২’-এ। এই সিনেমায় তিনি একজন পুলিশ অভিনেতার চরিত্রে অভিনয় করেছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস