মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায় ও লিলি চক্রবর্তী অভিনীত ‘পোস্ত’ মুক্তি পাবে সামনের মাসে। ছবির ‘ঘোষণা’ থেকেই বাংলার দর্শকদের মধ্যে প্রবল উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। আসলে বাঙালি সংস্কৃতির সঙ্গে যতটা ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি, ইলিশ বা রসগোল্লা, ততটাই কিন্তু জড়িয়ে রয়েছে ‘পোস্ত’। যদিও পপুলার কালচারে বাকি খাবারগুলি যতটা ফোকাসে ,‘পোস্ত’ ততটাও আসেনি।
বাঙালির আলুপোস্ত হোক বা ঝিঙেপোস্ত, না খেলে কিন্তু বিষয়টা অনেকটা দিল্লি কা লাড্ডুর মতোই। তাই শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় তাদের নতুন ছবির কথা ঘোষণা করা থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা টিপ্পনি চলছে ছবির নামটি নিয়ে। যদিও আদতে ছবিতে এটি কোনও খাবারের নাম নয়, ছবির একটি খুদে চরিত্রটির নাম।
তবে এই নাম নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের লেগপুলিং করতে পিছপা নন বাংলা ছবির অন্য নায়ক-নায়িকারা। যেমনটা করলেন দেব। আজ ছিল মাসের দ্বিতীয় রবিবার। বাংলা ছবি ও টেলিভিশন ইন্ডাস্ট্রির একমাত্র অফিসিয়াল ছুটির দিন। কিন্তু ছুটির দিনেও কাজে বেরতে হয় মিমিকে। কিন্তু কাজে বের হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি আপলোড করেন মিমি।
এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই লিখলেন দেব, ‘ইউ আর লুকিং লাইক আলুপোস্ত হানি’। মিমি অবশ্য এই মন্তব্যে দারুণ মজা পেয়েছেন এবং স্বীকার করেছেন যে সত্যিই তাকে আলুপোস্তর মতোই দেখতে লাগছে। এখন ছবিটি ‘ভাল’ হলেই সব ভাল যার শেষ ভাল হয় আর কী!
বিডি-প্রতিদিন/ ০৯ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৯