তারকাদের প্রেম-বিয়ে-সন্তান নিয়ে লুকোচুরি ও গোপনীয়তা একটা রেওয়াজে পরিণত হয়ে ওঠেছে। কেউই সহজে মুখ খুলতে চান না।ক্যারিয়ারের দোহাই দিয়ে লুকাতে চান এসব সম্পর্ক। ‘শুধুই বন্ধু’ এই অজুহাত দিয়ে চুটিয়ে প্রেম করে যান বছরের পর বছর। কিন্তু একটা সময় ঠিকই ধরা পড়েন পাপারাজ্জির ক্যামেরায়। যেমনটা হয়েছে রণবীর সিং ও দীপিকা পাডুকোনের ক্ষেত্রে।
অনেক দিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। বলিউডে এখন পর্যন্ত কোনও জুটিই আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেনি। সেজন্য সেই আশায় বসেও থাকে না ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ক্যামেরা খুঁজে বেড়ায় লুকোচুরি করে বেড়ানো এইসব জুটিকে। সর্বশেষ সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছেন রণবীর-দীপিকা। করণ জোহরের বাড়িতে পার্টি শেষে ফিরে আসার সময় এই দুই জুটিকে একসঙ্গেই দেখা যায়। রণবীর সিং নিজে গাড়ি চালিয়ে দীপিকাকে নিয়ে এসেছেন। রণবীর কখনোই কারও জন্য এমনটা করেন না। ফলে তার এই আচরণ প্রেমের গুঞ্জনকে আরও উসকে দিচ্ছে। কেউ দাবি করেছিল তাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে। তবে পার্টিতে তাদের ছবি দেখে মনে হয়েছে আরও মজবুত হয়েছে তাদের সম্পর্ক, প্রেম হয়েছে আরও গভীর।
সূত্র: বলিউড লাইফ