বিপাকে নভজ্যোত সিংহ সিধু। ‘দ্য কপিল শর্মা শো’ এ অশালীন জোকস বলার কারণে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল। সূত্রের খবর, ভারতের পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আইনজীবী এইচ সি অরোরা এই অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, সিধু ওই শো'তে প্রকাশ্যে অশ্লীল কিছু কথা বলেছেন। একই অভিযোগ রয়েছে কপিলের বিরুদ্ধেও।
এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কেউ। তবে সিধুর ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গেছে, এই মুহূর্তে শো ছেড়ে দেওয়ার কোনও পরিকল্পনা নেই তার। বলিউডের একটা বড় অংশ মনে করছেন, কপিল শর্মার সমস্যা বেড়েই চলেছে। সুনীল গ্রোভারের সঙ্গে ঝামেলা, শো-এর টিআরপি পড়ে যাওয়ার পর সিধুকে নিয়ে নতুন বিতর্কে জড়ালো এই শো।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন