সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড তারকা সুস্মিতা সেন! গ্ল্যামার আর অভিনয় দিয়ে যিনি জয় করেছিলেন কোটি দর্শকদের মন। তবে হঠাৎ করেই যেন বলিউডের রুপালি পর্দার জগত থেকে উধাও হয়ে গেলেন তিনি। তবে কেন? জানালেন এই তারকা অভিনেত্রী।
সম্প্রতি একটি পানির বিজ্ঞাপনে অংশ নিতে গিয়ে গণমাধ্যমের সামনে আসেন সুস্মিতা। বিজ্ঞাপনের শুটিং শেষে সুস্মিতা জানান, ইচ্ছা করেই শোবিজ মুখি হচ্ছেন না তিনি। কারণ তেমন কিছুই না। নিজের মনের মতো ছবির স্ক্রিপ্ট পাচ্ছেন না বলে। তিনি আরও বলেন, এখন তিনি নিজের মতো করেই দিন কাটাচ্ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইন্সটাগ্রাম’র মাধ্যমে সংযুক্ত ছিলেন ফ্যানদের সাথে। যখন মনের মতো স্ক্রিপ্ট হবে তখনই আবার পর্দায় ফিরে আসবেন বলেও জানা তিনি।
এদিকে, এখনও ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়ে কাজ করতে আগ্রহী বলিউডের প্রযোজক ও পরিচালকরা। তাই সুস্মিতা ফ্যানদের অপেক্ষার প্রহর দ্রুতই শেষ হবে বলে ধারণা করছেন অনেকে।
বিডি-প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৭/ওয়াসিফ