আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে ‘বাহুবলী ২’। কিন্তু এরই মধ্যে ভারতের বেশ কিছু সিনেমা হলে প্রথম সপ্তাহের সব টিকিট অগ্রিম বুক হয়ে গেছে। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালায় অগ্রিম বুকিংয়ের হার খুবই ভাল।
গত সপ্তাহেই সেন্সর বোর্ড থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে ছবিটি। ‘বুক মাই শো’-র স্ট্যাটাস অনুযায়ী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় প্রথম উইকেন্ডের সব টিকিট নাকি ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে।
চেন্নাইয়ের অন্যতম বৃহৎ মাল্টিপ্লেক্স ‘এসপিআই সিনেমাস’ কর্তৃপক্ষ গত ২২ এপ্রিল ‘বাহুবলী: দ্য কনক্লুশন’-এর প্রি-বুকিং শুরু করেছিলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাঁদের প্রথম উইকেন্ডের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে খবর। দেশ জুড়ে প্রায় সাড়ে ছ’হাজার স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। প্রভাস, রানা ডগ্গুবতী, অনুষ্কা শেট্টি, তামান্নার অভিনয় সমৃদ্ধ করেছে ছবিটিকে।
এর আগে বাহুবলী-১ সিনেমাটিও ব্যাপক ব্যবসা সফল হয়েছিল। ওই সিনেমারও প্রথম সপ্তাহের সব টিকিট মুক্তির অাগেই শেষ হয়ে গিয়েছিল।
সূত্র: ডিএনএ
বিডি প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৭/ ই জাহান