আজান নিয়ে ভারতীয় সঙ্গীত শিল্পী সোনু নিগমের টুইট বিতর্কের মধ্যে ফেসবুকে ভিডিও পোস্ট করলেন জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। ভিডিওটিতে নিজেকে সবধর্মের মানুষ হিসেবে দাবি করেছেন এ অভিনেতা।
সোমবার ৫৬ সেকেন্ডের এই ভিডিওটি পোস্ট করেছেন অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে, সাদা পোস্টারে নিজের পরিচয় দিচ্ছেন নওয়াজউদ্দিন। তারপরে তাঁর হাতে থাকা পোস্টারে লেখা, আমি আমার ডিএনএ পরীক্ষা করিয়েছি। তাতে যে ফলাফল এসেছে তা হলো....।
এরপর একের পর এক ধর্মের মানুষের পোশাকে দেখা গেছে তাঁকে। প্রতিটিতে লেখা ১৬.৬৬ শতাংশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ ইত্যাদি। নিজেকে ১৬.৬৬ শতাংশ পৃথিবীর সবধর্মের মানুষ বলেও পোস্টারে উল্লেখ করেছেন তিনি। তবে এটা কোনও সিনেমার অংশ কিনা তা জানা যায়নি।
চমক রয়েছে ভিডিওটির শেষের দিকে। নওয়াজউদ্দিনের হাতে থাকা পোস্টারে লেখা রয়েছে, 'যখন নিজের আত্মাকে খুঁজে পেলাম, দেখলাম আমি ১০০ শতাংশ শিল্পী। '
ফ্রিকি আলী, হারামখোর, গ্যাংগস অফ ওয়াসিপুর, বজরঙ্গি ভাইজান, মাঝি : দ্য মাউন্টেন ম্যানের মতো সিনেমায় অভিনয় করে নজড় কেড়েছেন নওয়াজউদ্দিন। তাঁর পরবর্তী ছবি মান্টো এখন মুক্তির অপেক্ষায়।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/২৪ এপ্রিল, ২০১৭/ ই জাহান