বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সুভাষ দত্ত স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে সুভাষ দত্ত স্মৃতি পরিষদ ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। আজ মঙ্গলবার বিকাল ৩টায় এফডিসির জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে এ আয়োজন করা হয়েছে। এতে সুভাষ দত্তের প্রথম ছবি 'সুতরাং' বিষয়ে একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন এবং ছবিটি প্রদর্শন করা হবে।
অনুষ্ঠানে সুভাষ দত্তকে নিয়ে একটি তথ্যচিত্রেরও মহরত অনুষ্ঠিত হবে। এটি নির্মাণ করছেন সুভাষ দত্ত স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আহমাদ এ নবীন ও রজত বাপ্পি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গুণী অভিনেত্রী কবরী, তথ্যসচিব মর্তুজা আহমেদ, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ। মুখ্য আলোচক চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ।
সুভাষ দত্তের প্রথম ছবি 'সুতরাং' এর নায়িকা ছিলেন কবরী। পরে কবরীর নির্মিত 'আয়না' ছবিতে অভিনয় করেছিলেন গুণী এ পরিচালক।তার পরিচালিত ছবিগুলো হলো আবির্ভাব, কাগজের নৌকা, পালাবদল, আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট, বিনিময়, আকাঙ্ক্ষা, ডুমুরের ফুল. অরুণোদয়ের অগ্নিসাক্ষী, সকাল সন্ধ্যা, ফুলশয্যা, বসুন্ধরা, আবদার, নাজমা, সবুজসাথী, স্বামী-স্ত্রী ও আমার ছেলে।
১৯৭৭ সালে 'বসুন্ধরা' ছবিটির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সুভাষ দত্ত। ১৯৯৯ সালে পান একুশে পদক। ২০১২ সালের ১৬ই নভেম্বর তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
বিডি প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/ফারজানা