নারী পরিচালকের সঙ্গে কাজ করা একজন অভিনেতার কাছে অনেক বেশি সুবিধাজনক বলে মনে করছেন বলিউড বাদশা শাহরুখ খান। কারণ, পুরুষ পরিচালকের চেয়ে নারীদের সিনেম্যাটিক দৃষ্টিভঙ্গি ছবির কাজ অনেক সহজ করে দেয়।
তিনি বলেন, আমি যদিও খুব কম নারী পরিচালকের সঙ্গে কাজ করেছি। কিন্তু তাঁদের সঙ্গে কাজটা আমি উপভোগ করেছি। কারণ একই সিনের জন্য তাঁদের অনুভূতি বিভিন্ন।
জানা যায়, ফারাহ খান ও গৌরী শিন্ডে নামে দু'জন নারী পরিচালকের সঙ্গে কাজ করেছেন শাহরুখ। ফারাহর সঙ্গে ওম শান্তি ওম, ম্যায় হুঁ না ও হ্যাপি নিউ ইয়ার ছবি করেছেন। গৌরীর সঙ্গে করেছেন ডিয়ার জিন্দেগি। দুই পরিচালক সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, দুজনের দৃষ্টিভঙ্গি আলাদা, দুজনের অনুভূতি আলাদা। প্রতিটি সিন, চিত্রনাট্যের লাইন তাঁরা আলাদা আলাদাভাবে বিচার করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার