দীর্ঘ বলিউড ক্যারিয়ারে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন তিনি। গত বছর যে কয়টি ছবি করেছেন, সবকটি বলতে গেলে হিট। তারপরেও জীবনের প্রথম জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে কম সমালোচনা সহ্য করতে হচ্ছে না অক্ষয় কুমারকে। এতদিন চুপ থাকলেও এবার আর পারলেন অক্ষয়। সাফ জানিয়ে দিলেন, যদি তাঁরা মনে করেন, তিনি এই পুরস্কারের যোগ্য নন, তবে তা ফিরিয়ে নেওয়া হোক
এ বছর সেরা অভিনেতা বিভাগে রুস্তম ছবির জন্য প্রথমবারের জাতীয় পুরস্কার জেতেন অক্ষয়। তাতেই বলিউডের এক শ্রেণির সমালোচকের মাথায় হাত। তাঁদের বক্তব্য, আমির খান কেন পেলেন না, শাহরুখ খান কী দোষ করলেন, রণবীর কাপুরই বা নন কেন।
এতদিন চুপ করে ছিলেন অক্ষয়। কিন্তু এবার মুখ খুলেছেন তিনি। অক্ষয় বলেছেন, ২৫ বছর ধরে তিনি দেখে আসছেন, কেউ এই পুরস্কার পেলেই তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। এটা নতুন কিছু নয়। কেউ না কেউ বিতর্ক তৈরি করবেই- ও কেন জিতল, তার তো পাওয়া উচিত ছিল!
অক্ষয়ের সাফ জবাব, ২৬ বছর পর প্রথম জাতীয় সম্মান পেয়েছেন তিনি। তা নিয়েও যদি আপত্তি থাকে, তবে ফেরত নিয়ে নিন।
বিডি-প্রতিদিন/২৫ এপ্রিল, ২০১৭/মাহবুব