বাবা সন্তু মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে গত ৪ মে অনলাইন রিলিজ হয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় প্রথম রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘আমার মুক্তি আলোয় আলোয়’। রবিবার কলকাতার এক পাঁচতারা হোটেলে রিলিজ হল রবীন্দ্র গানের এই সিডি। ক্যামেরার সামনে তিনি সাবলীল হলেও মাইক্রোফোন হাতেও যে সমান সাবলীল তা এত দিন অজানা ছিল দর্শকদের। এবার সেটাও করে দেখালেন।
স্বস্তিকা বলেন, ‘বাবার কাজের কোনও আর্কাইভ নেই আমার কাছে। একাল হলে হয়তো এত কিছু হত না। বাবার জন্যই এ সব হল। আর ফাইনালি মায়ের স্মরণে কিছু করতে পারলাম এটা ভেবেই ভাল লাগছে। সবটাই হল কিন্তু মা দেখে যেতে পারল না।’
বিডি প্রতিদিন/৩১ মে ২০১৭/হিমেল