বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্রসংশ্লিষ্ট আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের মধ্যে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি, তেলের মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্য উপকরণ বিতরণ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এফডিসিতে এসব সামগ্রী বিতরণ করেন বিএনপির চেয়ারপারসন। ‘বাংলাদেশ জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিবার’ নামের একটি সংগঠন এই কর্মসূচির আয়োজন করে। এতে খালেদা জিয়ার সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকার মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, চিত্রনায়ক হেলাল খান প্রমুখ।
বিডি প্রতিদিন/ ৩১ মে, ২০১৭/ ই জাহান