এবার কেকা ফেরদৌসীর আমন্ত্রণে 'মনোহর ইফতারে' হাজির হলেন ব্যান্ড সংগীত তারকা আইয়ুব বাচ্চু। পবিত্র রমজান মাস উপলক্ষে চ্যানেল আই’র জন্য নির্মিত অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে আইয়ুব বাচ্চুর অংশগ্রহণের পর্বটি প্রচার হবে।
জানা যায়, অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু তার ছোটবেলার ইফতার নিয়ে স্মৃতিচারণ করে জীবনের জানা-অজানা অনেক কথা বলেছেন। চ্যানেল আইয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই রমজান মাসে ধারাবাহিকভাবে ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানটি সম্প্রচার করে আসছে। অনুষ্ঠানটি এবার ১৯ বছর পূর্তি করতে যাচ্ছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার