'বাহাদুরি' শিরোনামের নতুন একটি সিনেমার শ্যুটিং শুরু করেছেন জায়েদ খান। রাজধানীর উত্তরার একটি শুটিং সেটে আজ বৃহস্পতিবার ছবির মারামারির একটি দৃশ্যে অংশ নেন নায়ক।
জায়েদ খান বলেন, সিনেমার শ্যুটিং শুরু হয়েছে কয়েকদিন আগেই। আমার অংশের কাজ আজ থেকে শুরু হয়েছে। শ্যুটিংয়ের প্রথমদিনেই একটি মারামারি দৃশ্যের কাজ করছি।
শাফিক হাসান পরিচালিত 'বাহাদুরি' সিনেমায় আরও অভিনয় করছেন সাইমন সাদিক, চিত্রনায়িকা পরীমনি ও নবাগত মৌ খান। সিনেমাটির কয়েকটি গানের কথা লিখেছেন গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। কণ্ঠ দিয়েছেন বেলাল খান, কনা, আহম্মেদ হুমায়ুন, ঐশী।
বিডি প্রতিদিন/১ জুন, ২০১৭/ফারজানা