কিছুদিন আগেই কান ফ্লিম ফেস্টিভ্যাল মাতিয়ে এসেছেন তিনি। এবার ইন্সটাগ্রামে ম্যাক্সিম প্রছদ কন্যা হিসেবে নিজের আবেদনময়ী ছবি পোস্ট করে ভক্তদের বুকে আগুন জ্বালালেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ইতোমধ্যেই ভক্তদের কমেন্টের বন্যা বইতে শুরু করেছে।
নিজেদের প্রিয় নায়িকার ছবি মাক্সিম কাভার পিকচারে প্রকাশিত হওয়ার পরই দীপিকার ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা৷ ছবি শেয়ারও হচ্ছে ঝড়ের গতিতে।
এক বাক্যে স্বীকার করা যায় ২০১৭ সাল সত্যিই দীপিকার। কান চলচ্চিত্র উৎসবে হেঁটে আগেই রেড কার্পেটে আগুন লাগিয়েছেন তিনি। সেই সঙ্গে রয়েছে ভিন ডিজেলের সঙ্গে xXx: Return Of Xander Cage-এ হলিউড ডেবিউ।
বিডি-প্রতিদিন/ ১ জুন, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১১