বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের নতুন বিতর্কে প্রিয়াঙ্কা চোপড়া। বার্লিনে নরেন্দ্র মোদির পাশে খাটো পোশাকে পায়ের উপর পা তুলে বসা ছবি পোস্ট করে, দুই দিন আগেই সোস্যাল মিডিয়ায় একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েন। তারপর সেই বার্লিনেই তোলা আর এক সেলফি নতুন করে তোপের মুখে ফেলল তাকে। প্রথম ক্ষেত্রে সমালোচনা পাত্তা না দিয়ে পাল্টা ‘জবাবি’ ছবি পোস্ট করেন প্রিয়াঙ্কা। কিন্তু এবার তা করেননি।
বার্লিনের হলোকাস্ট মেমেরিয়ালে ভাইকে সঙ্গে নিয়ে তোলা বিতর্কিত সেলফি দ্রুতই তিনি ডিলিট করে ফেললেন নিজের অ্যাকাউন্ট থেকে।
হলিউডি ছবি বেওয়াচ-এর শুটিংয়ের কাজে প্রিয়াঙ্কা এখন জার্মানিতে। দিন কয়েক আগে বার্লিনের ঐতিহাসিক হলোকাস্ট মেমোরিয়ালে যান ভাই সিদ্ধার্থ চোপড়াকে সঙ্গে নিয়ে। সেখানেই সেলফি তুলে সোস্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি।
ছবিতে সাদা-কালো স্ট্রাইপ দেওয়া ডিপ-নেক ড্রেস আর তার সঙ্গে মানানসই সানগ্লাসে দেখা গিয়েছিল তাকে। হিটলারের আমলে প্রাণ হারানো ৬০ লাখ ইহুদির স্মৃতিতে তৈরি এই হলোকাস্ট মেমোরিয়াল। এখানে ২৭১১টি কংক্রিটের স্ল্যাব রয়েছে নিহত মানুষদের স্মরণে।
হলোকাস্টের মতো ভয়াবহ স্মৃতি জড়ানো এই জায়গায় সেলফি তোলা বা হাসিঠাট্টার মতো কাজ সাধারণভাবে হয় না। কিন্তু কেউ কেউ হাল্কা মুডে ছবি তোলেনও। সে তালিকা থেকে বাদ যাননি প্রিয়াঙ্কাও। ভাইকে নিয়ে সেলফি তুলে সেই ছবি পোস্টও করেছিলেন তিনি। হলোকাস্ট মেমোরিয়ালের সামনে পোজ দিয়ে সেলফি তোলায় সঙ্গে সঙ্গেই ট্রোলডও হতে শুরু করেন।
অত্যাচার আর মৃত্যুর ভয়াবহতা যেখানে জড়িয়ে রয়েছে সেখানে এ ধরনের সেলফি তোলায় অনেকেই প্রিয়াঙ্কার দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তোলেন। কেউ বলেন, 'হলোকাস্ট মেমোরিয়ালের সামনে আপনার এই সেলফি দেখার আগে আপনাকে একজন সংবেদনশীল মানুষ বলেই ভাবতাম।'
কেউ বলেন, 'হলোকাস্ট মেমোরিয়ালে সেলফি তোলা কী ঠিক? কেউ বলেছেন, এটা কী প্রিয়াঙ্কার নতুন পাবলিসিটি স্টান্ট? প্রিয়ঙ্কা অবশ্য দেরি করেননি। তোপের মুখে পড়ে দ্রুতই সেই সেলফি ডিলিট করে দেন তিনি।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা যে ছবি নিয়ে এর আগে হইচই হয়, তা এখনো সোস্যাল মিডিয়ায় আছে। দিন দুয়েক আগে বিদেশ সফরে বার্লিন গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগের থেকে কোনো পরিকল্পনা না থাকলেও মোদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রিয়াঙ্কা। মোদীর সঙ্গে তোলা ছবি আপলোডও করেন সোশ্যাল মিডিয়ায়। বিতর্কের সূত্রপাত সেখান থেকেই। প্রধানমন্ত্রীর সামনে ছোট পোশাকে অভিনেত্রীর পায়ের উপর পা তুলে বসার ভঙ্গিকে ‘অসম্মান প্রদর্শন’ বলে মন্তব্য করেন অনেকে। সেই সময় এ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি প্রিয়াঙ্কা।
পরে ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দুই জনেরই ছোট পোশাক এবং দুইজনেরই পা ছিল অনাবৃত। ছবিটির ক্যাপশনে লিখেছিলেন, 'লেগস ফর দ্য ডে'। যাতে চার ঘণ্টায় আসে ১০০১টা লাইক। লাইকের বহর দেখে অনেকেই ভেবেছিলেন, এই ছবি পোস্ট করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন প্রিয়াঙ্কা। তবে পিছনেই যে আর এক বিতর্ক ধাওয়া করে আসছে কে জানত।
পোশাক নিয়ে এর আগেও একটি আন্তর্জাতিক ম্যাগাজিনের কভার ফটোশুটে বিতর্কের মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা। তার টি-শার্টে চারটি শব্দ লেখা ছিল। রিফিউজি, ইমিগ্র্যান্ট, আউটসাইডার ও ট্রাভেলার। তার মধ্যে প্রথম তিনটি শব্দ লাল দাগ দিয়ে কাটা ছিল। এই পোশাক পরে ট্রোলড হয়েছিলেন প্রিয়াঙ্কা। পরে অবশ্য তিনি এর জন্য ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।
বিডি প্রতিদিন/ ০২ জুন ২০১৭/আরাফাত