অনেক কারখানাই বেশি লাভের আশায় শিশু শ্রমিক নিয়োগ দেয়। কোনো কোনো কারখানায় মোট শ্রমিকের ৫০ ভাগই শিশু।কাগজে কলমে শিশুশ্রম নিষিদ্ধ হলেও বাস্তবতা ভিন্ন। সেই বাস্তবতাই তুলে ধরা হয়েছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানী প্রোগ্রাম 'টিম আন্ডারকভার'এর ১৯ তম পর্বে। 'শিশুটির নাম শ্রমিক' নামের ওই পর্বটি গত শনিবার প্রচারিত হয়।
এতে বিড়ি কারখানাগুলোর ভেতরে শিশু শ্রমিকদের জীবনের গল্প বলা হয়েছে। সেই গল্প যা সমাজ থেকে আড়াল করে রেখেছে মুনাফালোভীরা।
বিডি প্রতিদিন/১৪ জুন, ২০১৭/ফারজানা