বলিউডের সুলতান সালমান খানের বাড়ির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থাকে ছিদ্র করে ঢুকে পড়লেন এক ভক্ত। তাও আবার 'প্রকৃতির ডাকে' সাড়া দিতে। ভোররাতে, খুব সতর্কে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের পাঁচিল টপকে ঢুকে পড়েন ওই ব্যক্তি। নিরাপত্তারক্ষীরা একটু টেরও পাননি। এক পথচারীর চোখে পাঁচিল টপকানোর দৃশ্যটি ধরা পড়াতেই ধরা পড়েন ওই ভক্ত।
জানা গেছে, ওই পথচারী অ্যাপার্টমেন্টের নিরাপত্তারক্ষীদের বিষয়টি জানালে খোঁজাখুঁজি শুরু হয়। পাঁচিল টপকানো ওই যুবকের খোঁজ পেতে তন্নতন্ন করে তল্লাশি চালান সালমানের বাড়ির নিরাপত্তারক্ষীরা।
খবর দেয়া হয় পুলিশে। ঘণ্টাখানেক পর অ্যাপার্টমেন্টেরই একটি টয়লেট থেকে এক ব্যক্তিকে টেনে বের করেন নিরাপত্তারক্ষীরা। তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। কিন্তু কে এই ব্যক্তি? কেন তিনি এ ভাবে অ্যাপার্টমেন্টের উঁচু পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকে, লুকিয়ে রইলেন টয়লেটে!
আটক হওয়া ওই ব্যক্তির নাম সিরাজউদ্দিন। তিনি পশ্চিম বান্দ্রার বাসিন্দা। পুলিশের জেরায় সিরাজউদ্দিন জানান, হঠাৎ করেই প্রকৃতির চাপ অনুভব করেন তিনি। তাই শুধুমাত্র টয়লেট করতেই ওই বাড়িতে ঢুকেছিলেন তিনি।
কিন্তু সিরাজুদ্দিনের পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, সালমানের বাড়ির সামনে প্রায়ই যেতেন সিরাজউদ্দিন। সল্লুভাইকে দেখার জন্য সেখানে বহুদিন অপেক্ষাও করতেন তিনি।
সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/ ১৪ জুন, ২০১৭/ ই জাহান