বলিউড অভিনেত্রী তাপসী পান্নু বলিউডে বহু ছবি করলেও অমিতাভ বচ্চনের সঙ্গে পিঙ্ক ছবিতে তার অসাধারণ অভিনয় তাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। গতকাল মঙ্গলবার ছিল ৩০তম জন্মদিন। জন্মদিনে জেনে নিন তাপসী পান্নু সম্পর্কে অজানা কিছু তথ্য-
১। হিন্দি ছবির পাশাপাশি বহু তামিল, তেলুগু এবং মালায়লম ছবিতে অভিনয় করেছেন।
২। তেলুগু ছবি ঝুম্মান্ডি নাদাম দিয়ে তিনি অভিনয় জগতে প্রবেশ করেন। ২০১০ সালে মুক্তি পায় ছবিটি।
৩। বলিউডে তার অভিষেক হল চশমে বদ্দুর ছবি দিয়ে। এই ছবির জন্য বেস্ট ফিমেল ডেবিউট হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীতও হয়েছিলেন।
৪। নয়াদিল্লিতে জাট শিখ পরিবারে জন্ম তার।
৫। তার একটি বোনও রয়েছে।
বিডি-প্রতিদিন/ ২ আগস্ট, ২০১৭/ তাফসীর