সাদা-লাল জামায় সেজে ক্যামেরার সামনে পোজ দিয়েছে এক রত্তি শিশু। ঠিক যেন ফটোশুট করছে। এই শিশুটিই এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।
শিশুটির নাম মেদিনা। গায়ক আদনান সামির কন্যা। দুই দিন আগে আদনান নিজেই মেয়ের ছবিটি শেয়ার করেছেন টুইটারে। তারপর থেকেই তা ভাইরাল। আদনান লিখেছেন, ‘আমার বেঁচে থাকার, হাসার কারণ। আল্লার কাছে আমি কৃতজ্ঞ।’
মাত্র কয়েক মাস আগে মেদিনার জন্ম দিয়েছেন আদনানের স্ত্রী রোয়া ফারাবি। আদনানের বেশিরভাগ সময় এখন কাটে মেয়েকে নিয়েই। গান গাওয়ার পাশাপাশি এবার অভিনয়েও মন দিয়েছেন তিনি।
সদ্য মুক্তি পেয়েছে তার ডেবিউ ছবি ‘আফগান’-এর প্রথম পোস্টার। শুটিং চলছে জোরকদমে। আপাতত এই পাকিস্তানি গায়ককে অভিনেতা হিসেবে পরখ করার অপেক্ষা।
বিডি-প্রতিদিন/ ২ আগস্ট, ২০১৭/ তাফসীর