এবার নতুন রূপে দেখা যাবে বাবা রামদেবকে। একটি রিয়েলিটি শোয়ের বিচারক হচ্ছেন এই যোগগুরু। এই রিয়ালিটি শো শুরু হবে ভারতের স্বাধীনতা দিবস থেকে। সেখানে রামদেবের সঙ্গে বিচারক হিসাবে দেখা যাবে সোনাক্ষী সিনহা এবং গায়ক ও সুরকার শেখর রবজানিকেও।
জানা গেছে, এই শোয়ের নাম হবে ‘ওম শান্তি ওম।’ শো-টি উপস্থাপনা করবেন আর এক বিখ্যাত গায়িকা কনিকা কাপুর। এর আগেও ‘নাচ বলিয়ে’তে বিচারক হিসাবে দেখা গিয়েছে সোনাক্ষীকে। সেখানে বিচারক হিসাবে দেখা গিয়েছিল রামদেবকেও। পাশাপাশি একাধিক গানের রিয়েলিটি শোয়ে বিচারকের আসনে দেখা গিয়েছে শেখরকে।
এ প্রসঙ্গে রামদেব বলেন, ‘বর্তমান যুবসমাজ পাশ্চাত্য সংস্কৃতির দিকে আকৃষ্ট হয়ে পড়ছে। এতে সার্বিকভাবে দেশেরই ক্ষতি হচ্ছে। ভজন আমাদের দেশের প্রাচীন সংস্কৃতি। এতে রুচিশীল মানসিকতা তৈরি হয়। আশা করছি এই অনুষ্ঠানের ফলে দেশের যুব সম্প্রদায় নতুন করে ভারতীয় সংস্কৃতিতে উৎসাহী হবে।’
বিডি-প্রতিদিন/ ৩ আগস্ট, ২০১৭/ তাফসীর