চাঁদে পাড়ি দেবেন বলে নাসা থেকে প্রশিক্ষণ নিতে চলেছেন সুশান্ত সিংহ রাজপুত। টুইটারে একটি পোস্টের মাধ্যমে এমনটাই জানা গেছে। অভিনয় ছেড়ে মহাকাশচারী হওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর। সত্যি চাঁদেও যাবেন না।
হঠাৎ নাসা থেকে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। আবার সেই পোস্টে মহাকাশচারীর পোশাকে তাকে দেখা যাচ্ছে। বাস্তবে চাঁদে না গেলেও ছবিতে তাকে দেখা যাবে এক মহাকাশচারীর ভূমিকায়। আর সেই ছবির নাম হল ‘চান্দা মামা দূর কে’।
চিত্র সমালোচক তরণ আদর্শ সুশান্তের একটি ছবিসহ টুইট করে এঈ কথা জানিয়েছেন। এর আগে সুশান্ত নিজেও জানিয়েছিলিন যে, তাকে একটি ছবিতে মহাকাশচারীর চরিত্রে দেখা যাবে। তরণ আদর্শ টুইটে লেখেন, ‘‘নাসার স্পেস অ্যান্ড রকেট সেন্টারে সুশান্ত সিংহ রাজপুত বিশেষ প্রশিক্ষণ নেবেন। ‘চান্দা মামা দূর কে’ একজন মহাকাশচারীর অভিনয় করবেন।’’
সুশান্ত সিংহ রাজপুত মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা থেকে ঘুরে আসার পর শেয়ার করেছেন অভিজ্ঞতা। সঙ্গে একটি টুইটের মাধ্যমে তিনি বলেছিলেন, ‘‘আমার মা আমাকে সবসময়ে মহাকাশেই দেখেতে চাইতেন।’’
বিডি-প্রতিদিন/ ৩ আগস্ট, ২০১৭/ তাফসীর