এবার চলচ্চিত্রে দেখা যাবে কণ্ঠশিল্পী আরফিন রুমিকে। সাইমন-মাহি অভিনীত 'জান্নাত' ছবিতে তারই গাওয়া গানে পারফর্ম করবেন তিনি। ‘পাপী তাপী মন/কান্দে সারাক্ষণ’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সংগীতায়োজনও তিনিই করেছেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ।
ছবির একটি দৃশ্যে নতুন বছরকে স্বাগত জানানোর একটি কনসার্ট রয়েছে। সেই কনসার্টেই গাইবেন আরফিন রুমি। আর এটির চিত্রায়ণ যুক্ত হবে 'জান্নাত' ছবিতে।
মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির একটি গানে পারফর্ম করার জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আরফিন রুমি।
মাহিয়া মাহি ও সাইমন সাদিক ছাড়াও ছবিতে অভিনয় করেছেন, আলীরাজ, মিশা সওদাগর, শিমুল খান। ছবির কাহিনি লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান। ছবিটি প্রযোজনা করছে এসএস মাল্টিমিডিয়া।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন