'হামারা পাকিস্তান' (আমাদের পাকিস্তান) বলে ভারতের আলোচিত গায়ক মিকা সিং ফের বিতর্কে জড়িয়েছেন। চলতি মাসেই আমেরিকায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই অনুষ্ঠানের প্রচারণামূলক ভিডিওতে তিনি পাকিস্তানকে 'আমাদের' বলে উল্লেখ করেন।
আমেরিকায় অনুষ্ঠানটি হবে দুই দিনব্যাপী। ১২ ও ১৩ আগস্ট। পাকিস্তান-ভারতের স্বাধীনতা দিবস ১৪ ও ১৫ আগস্ট। ভিডিওটিতে মিকা বলেন, তিনি ভারত ও পাকিস্তানের স্বাধীনতা দিবস পালন করার দিকে তাকিয়ে আছেন। সেই সময় তিনি 'হামারা হিন্দুস্থান' যেমন বলেন, তেমনই বলেন 'হামারা পাকিস্তান'।
সমালোচনা শুরু হয়ে যাওয়ায় মিকা একটি টুইট করে সব ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন। লিখেছেন, আমি একজন ভারতীয় এবং সবসময় ভারতীয় হিসেবে গর্ববোধ করি। জয় হিন্দ।
বিডি প্রতিদিন/৪ আগস্ট, ২০১৭/ফারজানা