ব্যক্তিগতভাবে সবচেয়ে সিনেমা প্রযোজনা করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন ভারতের ডি রামানাইডু। 'বাহুবলী' সিনেমায় বল্লালদেব চরিত্রে অভিনয় করা রানা ডাগ্গুবাতি তার নাতি। অথচ নাতি হয়েও দাদার সঙ্গে কখনোই কাজ হয়নি রানার। দাদা দুই বছর আগে মারা গেছে। এ নিয়ে রানার মধ্যে এখনো দুঃখবোধ রয়ে গেছে।
তিনি বলেন, 'ঠাকুরদার সঙ্গে একটি সিনেমাতেও কাজ না করায় ব্যাপারটা নিয়ে এখনও আফসোস করি আমি। ঠাকুরদা আজ আর নেই। তিনি চলে যাওয়ার পর আমার জীবনে অনেক ভাল ভাল ঘটনা ঘটেছে। আমি জানি, ওপর থেকে আমাকে আশীর্বাদ করছেন তিনি।'
আগামী ১১ আগস্ট রানার 'নেনে রাজু নেনে মন্ত্রী' ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিটি প্রযোজনা করেছেন রানার বাবা ডি সুরেশ বাবু। বাবার সঙ্গে এটিই রানার প্রথম কাজ। রানা বলেন, 'বাবার সঙ্গে এটাই আমার প্রথম ছবি। তাই এই প্রজেক্টটা আমার কাছে খুব স্পেশাল। এটা আমার জীবনের অন্যতম আনন্দদায়ক অভিজ্ঞতা।'
বিডি প্রতিদিন/৫ আগস্ট, ২০১৭/ফারজানা