নির্মাতা ইমতিয়াজ আলীর এক একটা ছবি যেন কবিতা। 'সোচা না থা', 'জাব উই মেট', 'লাভ আজ কাল', 'রকস্টার', 'হাইওয়ে' ও 'তামাশা'। এবার 'জাব হ্যারি মেট সেজাল'। সবখানেই প্রেম-ভালোবাসার জয়গান গাওয়া হয়েছে। হ্যারি শাহরুখ খান আর সেজাল আনুশকা শর্মার এ ছবিটিও তার ব্যতিক্রম নয়। জীবনপথে সঠিক জীবনসঙ্গী বেছে নেয়ার গল্পই বলতে চেয়েছেন ইমতিয়াজ। যেরকটা তিনি সব ছবিতেই করেছেন।
'জাব হ্যারি মেট সেজাল' ছবির ফার্স্ট লুক, মিনি ট্রেইলার, ট্রেইলার সবই প্রশংসিত হয়েছে। প্রচারণায় ঘাটতি অবহেলা কোনোটাই ছিল না। গোল বেঁধেছে ছবি মুক্তির পর। শাহরুখ-আনুশকা-ইমতিয়াজের অভিনব প্রচারণার তোড়ে বলিউডপ্রেমীরা ভেসে ভেসে গিয়েছিলেন প্রেক্ষাগৃহে। কিন্তু ফিরেছেন আশাভঙ্গের বেদনা নিয়ে। কারণ কাহিনী নাকি দর্শকের ভালো লাগেনি। সেই গৎবাধা প্রেমে পড়ার গল্প, নতুন কিছু নেই। দর্শকদের হতাশা নেতিবাচক প্রভাব ফেলেছে বক্স অফিসে। ভারতীয় গণমাধ্যমগুলোতে সরাসরি বলেই দিয়েছে, শাহরুখ-আনুশকার কাব্যিক প্রেম মহাকাব্যিকভাবে ব্যর্থ হয়েছে।
'জাব হ্যারি মেট সেজাল' ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রথম দিনে এর আয় ছিল ১৫ কোটি ২৫ লাখ রুপি। গত পাঁচ বছরে মুক্তি পাওয়া শাহরুখের ছবিগুলোর প্রথম দিনের আয়ের মধ্যে যা সর্বনিম্ন। ২০১২ সালে মুক্তি পাওয়া 'জাব তক হ্যায় জান' ছবিটির প্রথমদিনের আয় ছিল ১৫ কোটি ২৩ লাখ রুপি। দ্বিতীয় দিনেও খুব একটা বাড়েনি 'জাব হ্যারি মেট সেজাল'র আয়, ১৬ কোটি ৫০ লাখ রুপি।
'জাব হ্যারি মেট সেজাল' ছবিটির শ্যুটিং শেষের দিকে চলেও এলেও কিছুতেই নামটা ঠিক করা যাচ্ছিল না। 'রিং', 'রাউলা', 'রেহনুমা' এমন অনেক নাম এসেছে। শেষে পরে ছবির পোস্টারে নামের বদলে লেখা হয়েছিল 'আপনি যেটা খুঁজছেন, সেটাই আপনাকে খুঁজছে।' ছবিটি বিশ্লেষণে হিন্দুস্থান টাইমস মজা করে লিখেছে, 'ছবিতে আমরা যা খুঁজেছিলাম (প্রত্যাশা করেছিলাম) সেটা পাইনি। জানি আপনারাও পাবেন না!'
বিডি প্রতিদিন/৬ আগস্ট, ২০১৭/ফারজানা