বলিউডে 'খুবসুরত', 'অ্যায় দিল হ্যায় মুশকিল'- এর মতো ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন ফাওয়াদ খান। তার সবচেয়ে পছন্দের খাবার করলা। ১৭ বছর বয়সে টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়ে ফাওয়াদের। অতিরিক্ত ধূমপানের কারণেই এই রোগ থাবা বসায় তার শরীরে।
তার পর থেকে রোজই ফাওয়াদের মেনুতে থাকে করলা দিয়ে রান্না করা দু-তিন ধরনের তরকারি। আর খেতে খেতে, এটাই এখন তার সবচেয়ে প্রিয় খাবার হয়ে উঠেছে।
ফাওয়াদ এমনিতে খুবই নরম স্বভাবের মানুষ। নিজের পরিবারের প্রতি খুবই দায়িত্বশীল। স্ত্রী সাদাফ খান এক জন ফ্যাশন ডিজাইনার। ফাওয়াদ ও সাদাফের দুই ছেলেমেয়ে। ছেলে আয়ান, মেয়ে ইলায়না।
পায়জামা ও কুর্তা পরতে সবচেয়ে পছন্দ ফাওয়াদের। কেনাকাটা করতে ভালোবাসেন। জুতা সংগ্রহ করা তার অন্যতম প্রিয় শখ। চেহারা ঠিক রাখতে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে রাখেন, শরীরচর্চায়ও সময় ব্যয় করেন অভিনেতা।
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/ফারজানা