সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে চলতি বছর সবচেয়ে আলোচিত ৫টি ছবির তালিকা প্রকাশ করা হয়েছে। এসব ছবিতে সবচেয়ে বেশি লাইক ও মন্তব্য এসেছে। এতে সঙ্গীতশিল্পী বিয়ন্সে, ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দুটি করে এবং সেলেনা গোমেজের একটি ছবি আছে।
অনাগত সন্তানের কথা জানিয়ে বিয়ন্সের একটি পোস্টে লাইক পড়েছে ১ কোটি ১১ লাখ ৮০ হাজার ২৩৮টি। যা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এই ছবিই সবার শীর্ষে। এর পর বান্ধবী ও ছেলের সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদোর ছবি। তৃতীয় স্থানে আছে সেলেনার কিডনি প্রতিস্থাপনের সময় হাসপাতালে তোলা ছবি।সূত্র : ইনডিপেনডেন্ট
বিডি প্রতিদিন/৩০ নভেম্বর, ২০১৭/ফারজানা